ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ মোড় এলাকা থেকে গত ৭ জানুয়ারি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সিপিএসসি ইউনিট। গ্রেফতারকৃত আসামির নাম মো. হাসান। তিনি এলাকার একজন সক্রিয় মাদক চক্রের সদস্য হিসেবে পরিচিত।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আলীগঞ্জ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসানকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৫৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১,৯০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হাসান স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ট্যাপেন্টাডলসহ ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এলাকায় তার মাদক কারবারের কারণে যুব সমাজের মাঝে নেশার প্রসার ঘটছে বলে অভিযোগ রয়েছে।
ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যা চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার নিষিদ্ধ। অপব্যবহারের ফলে এটি নেশাজাতীয় প্রভাব ফেলে এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। র্যাবের এই অভিযান মাদকের বিরুদ্ধে তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকাবাসী এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেছেন, মাদকের বিস্তার রোধে র্যাবের মতো এলিট ফোর্সের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। রাজশাহীকে মাদকমুক্ত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য