সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মোঃ ইয়ানূর হোসেন (৩৫) যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। হামলায় তার সহযোগী আল আমিন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউপির ঢাকারপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে যুবদলের সক্রিয় কর্মি ছিল। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাব-নিকাশের দায়িত্বে ছিল ইয়ানুর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায়ের টাকার হিসাব নিকাশ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে ইতিপূর্বে ইয়ানুর মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন সহ বাড়ী ফেরার সময় তাদের উপর প্রতিপক্ষরা হামলা চালায়। তাদের আত্ব চিৎকারে গ্রামবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পথেই সে মারা যায়। গুরুতর আহত আল-আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
মন্তব্য