ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
রাজশাহী জেলার তানোর উপজেলায় আজ (১০ জানুয়ারি ২০২৬) মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে **প্রধান অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, যিনি সাবেক সামরিক সচিব এবং আসন্ন নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী। তিনি এই অনুষ্ঠানে খালেদা জিয়ার আদর্শ, গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগ এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের (যেমন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রমুখ) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া দলীয় নেতাকর্মীরা তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। তানোরের এই অনুষ্ঠানও সেই ধারাবাহিকতার অংশ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য দোয়া করেন।
মন্তব্য