এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
বাস্তবতা তুমি আমায় করেছো দৃষ্টিদান-
তুমি আমায় শিখিয়েছো হতে মহান,
শিখেছি আমি তোমার কাছে সহিষ্ঞু হতে-
পেয়েছি শিক্ষা অনেক ত্যাগে তোমার হতে।
বাস্তবতা তোমার কবলে পড়ে সংসারে-
ফিরে পেয়েছি বোধ-আস্থা রিক্ত হয়ে বারেবারে,
তুমি বুঝিয়েছো মানবতা উদারতা কি-
বুঝিয়েছো নিজের সুখে মানুষ হয়না সুখী!
সুখতো সকলের মাঝে যদি থাকে-
তবেই মানুষ সুখী ভাবতে পারে আপনাকে,
না থাকে যদি কারো মুখে চিলতে হাসি-
তবে কি দোষ দিবেনা তোমায় বাস্তবতাবাসী!
সম্মান তোমার আছে ভক্তি সহকারে-
মেনে নেয় মানুষ সর্বাবস্থায় বাস্তবতা তোমারে,
তুমি রিক্তের-তুমি দুঃস্থের সকলের তুমি-
হয়েছি বারবার তোমার কাছে ঋণী যে আমি।
জাগাও চেতনা অবস্থানে তোমার লোক মনে-
হয়ে উঠুক মানুষ আরো সজাগ সাধনা-ধ্যানে,
অনুকুলে থাকো সবার সাথে কঠিন সময়-
দিওনা বাস্তবতা তুমি ঋণে ব্যথা আমায়……
(রচনাকাল: ০৮ ই জানুয়ারী ২০১০ ইং,
রাত ০৮:৪০__০৮:৫২,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, কচুগাড়ী,
কুয়াবাসী, চাটমোহর,পাবনা-৬৬১০)
<><><>তথ্যসুত্র:ডাঃ সাইফুল ইসলাম (চাঁদের হাট সাহিত্য সংসদ, উল্লাপাড়া,সিরাজগঞ্জ) কর্তৃক সম্পাদিত যৌথ কাব্য গ্রন্থ (পৃষ্ঠা নং ) থেকে সংগৃহীত)
মন্তব্য