(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ)
সুজন (সুশাসনের জন্য নাগরিক) পাবনা জেলা কমিটির আয়োজনে শনিবার(১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে পাবনা প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে বৈঠকের সূচনা করা হয়।
সুজন (সুশাসনের জন্য নাগরিক) পাবনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে এবং সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার, সভাপতি পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন- অধ্যাপক শহিদুর রহমান, অধ্যক্ষ আব্দুদ দাইন, সাংবাদিক আহমেদ হুমায়ুন কবির তপু, সাংবাদিক রিজভী জয়, উম্মে হাবিবা, তৌফিক হাসান, রাজিউর রহমান রুমি, সুইট, এস এম হাবিবুর রহমান, কে এম বেলাল হোসেন, জয়দেব কুন্ডু গনো, এবিএম ফজলুর রহমান, মো. জহুরুল হক, নাসরিন পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, রুহুল আমীন রনি, রাসেল রানা, আলহাজ আলী, ভাস্কর চৌধুরী, মো. জামাল উদ্দিন, মুন্সি মোহাম্মদ হযরত আলী, শেখ আল মাহমুদ, মতমাইনা পারভীন প্রমূখ। পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন প্রতিনিধি গোলটেবিল বৈঠকে অংশ গ্রহণ করেন।
আলোচনায় স্বতন্ত্র প্রার্থীর সাথে পেশীশক্তি প্রয়োগ, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের আইন বন্ধ হওয়া প্রয়োজন, নির্বাচন কর্মকর্তাদের তথ্য বিভ্রাট বিব্রতকর, নির্বাচন পরবর্তী জন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সমস্যার মুখে রয়েছে। গণমাধ্যমে তথ্য প্রকাশের নিরাপত্তা কতোটুকু, গণগ্রেফতার বন্ধ হওয়া প্রয়োজন, গণভোট সম্পর্কে মানুষ অসচেতন, ভোটারদের সংশয়ে রেখে সুষ্ঠু নির্বাচন কতোটুকু, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনেহয় না, জনগণ মবমুক্ত দেশ চায়, বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন, নারী ভোটারদের উপর পারিবারিক প্রভাব মুক্ত হওয়া প্রয়োজন, অর্থের দাপদ বন্ধ হওয়া প্রয়োজন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বাস্তবায়ন করা প্রয়োজন, নির্বাচন কমিশন যথাযথ শক্তি প্রয়োগ করতে পারছে না, প্রার্থীদের ভোটার স্লীপ প্রদানের সিস্টেম বন্ধ করে নির্বাচন কমিশন থেকে ভোট কেন্দ্রের বাইরে ভোটার স্লীপ প্রদানের ব্যবস্থা চালু করা প্রয়োজন মর্মে অভিমত ব্যক্ত করা হয়।
মন্তব্য