অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক অঙ্গীকার থেকে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬ (Hult Prize at ULAB 2025-26) বাস্তবায়ন করেছে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’। শনিবার (১০ জানুয়ারি) মাগুরার হাজিপুর গ্রামে মানবিক এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং।
মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় উপকৃত হন। শীতের তীব্রতা থেকে রক্ষা ও কিছুটা স্বস্তি পৌঁছে দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই সিএসআর প্রকল্পের নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ উদ্যোগটিকে আরও প্রাণবন্ত করে তোলে।স্থানীয় পর্যায়ে উপস্থিত থেকে বিতরনে সহযোগিতা করেন এ্যাডঃ লুৎফুল হাকিম (নওরোজ), মোঃ তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (দিলু), অধ্যাপক মোঃ হাবিবুল হাকিম (শাহীন)।
শীতবস্ত্র বিতরণের মুহূর্তে গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। তাদের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদই প্রমাণ করে যে মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে।
মন্তব্য