ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
গত ১২-০১-২০২৬ ইং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২নং মোহনপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোহনপুর ইউনিয়নের একটি স্কুল মাঠে আয়োজিত এ শোক সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
শোক সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং দেশবাসীর কল্যাণে তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি কখনো আপস করেননি। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সাহসী অবস্থান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোক সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
শোক সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য