মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
মানবতার টানে শীতার্ত মানুষের পাশে প্রগতি যুব সংগঠন মৌলভীবাজারের মৌলভী চা বাগানে শীতবস্ত্র বিতরণ করেন, ( ১৪ জানুয়ারী ২০২৬ইং)
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রগতি যুব সংগঠন। শীতের তীব্রতায় কষ্টে থাকা মৌলভী চা বাগানের অসহায় বয়স্ক ও বিধবা পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে সংগঠনটির উদ্যোগে আরও ৩১টি চাদর বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে।
জানা যায়, এর আগে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে প্রগতি যুব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক উদ্যোগে অংশ নেন। তারা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে চাদর পৌঁছে দেন, যা শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
প্রগতি যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অতীতের মতো ভবিষ্যতেও চা বাগানের সকল মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা কাজ করে যাবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন মানুষের দোয়া ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে একসাথে মানবিক সমাজ গড়াই আমাদের প্রত্যাশা।
মন্তব্য