আমি হাসি হাসি পড়িব ফাঁসি
দিব জ্বলন্ত অনলে ঝাঁপ,
খাব বাসুকির জিব চুষি চুষি,
বিঁধিব বক্ষে বর্শা-শেল-চাপ!
আমি হাসি হাসি পড়িব জিঞ্জির
করিব কর্তিত মুণ্ডে শোনির স্নান
পদাঘাতে পিষিয়া অসুর খিঞ্জির,
লভিব জালিমের তমিস্র কারাস্থান!
আমি জালিমের জ্বলন্ত আঙরায়
শয়ন করি যাব স্বর্গীয় সুখ ঘুম
বিজয়-গিরিশ চাপিয়া মম বক্ষে
গাহিব সত্য ন্যায়ের গীত ধুম।
কর্ম বর্মের তোয়াক্কা করিনা;
করিনা স্বজন হারানোর ডর
আমি নওশা সাজে সাজিয়া থাকি
আনিতে যমবধু বাসর ঘর!
কড়ির কায়ায় নারীর মায়ায়
লোভ নাহি মম হৃদে এক তিল,
রাজ মুকুট পিষে আমি চলি খেলি-
শয়তান দিকে মারি কংকর-ঢিল
আমার নিকট অতি মহান
ধরণীতে যাহা আছে মহাসত্য
আমি সত্যের পৃষ্টে আরোহন করি
মহাবিশ্বের হেরিবো অসুর নৃত্য।
আমি সত্যেরই পরম ভৃত্য
সত্যের কাছে বারম্বার ছুটে আসি
সত্যের ঝান্ডা উড়াতে রক্তিম বিশ্বে
জান প্রাণ মান দিব হাসি হাসি।
দেহ মম ধুলায় লুটালে লুটাক –
নহে টুটাক ঝান্ডা যেন উঠে উদ্ভাসী
আমি টুঁটি চিপে জালিমের জিব ছিঁড়িয়া
আমি হাসি হাসি পড়িব ফাঁসি ;
তবুও নহে জালিমের চরণদাসী।।
মোঃ মাহফুজুল ইসলাম
ব্যবসায় প্রশাসন বিভাগ
৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
মন্তব্য