ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান
১৬-০১-২০২৬:
রাজশাহী জেলার গোদাগাড়ী ৭নং দেওপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবাই বটতলা গ্রামে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এবারও পালিত হয়েছে মা মারিয়া উৎসব। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুসারে যিশু খ্রিস্টের জননী মা মারিয়া (মরিয়ম)-এর প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানাতে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবটি সকাল থেকেই শুরু হয়। গ্রামের খ্রিস্টান পরিবারগুলো গির্জা বা নির্ধারিত প্রার্থনাস্থলে একত্রিত হয়ে বিশেষ প্রার্থনা, ভজন ও গান পরিবেশন করে। অনেকে মোমবাতি জ্বালিয়ে মা মারিয়ার কাছে সন্তান, সুস্থতা ও পরিবারের মঙ্গল কামনা করেন। দুপুরের দিকে বিশেষ খ্রিস্টযাগ (ম্যাস) অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় পুরোহিত বা ধর্মযাজক উপস্থিত থেকে উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন।
উৎসবের অংশ হিসেবে গ্রামবাসীদের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। শিশু-কিশোররা বিশেষ সাজে সজ্জিত হয়ে অংশ নেয়, আর বয়স্করা পুরনো ঐতিহ্য অনুসরণ করে প্রার্থনা করে। এই উৎসবে শুধু খ্রিস্টান সম্প্রদায়ই নয়, পাশের মুসলিম ও অন্যান্য ধর্মের লোকজনও অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ স্থাপন করে।
সন্ধ্যায় মোমবাতি ও আলোকসজ্জায় গ্রাম আলোকিত হয়ে ওঠে। অনেকে দান-খয়রাত করে দরিদ্রদের সাহায্য করে। উৎসব শেষে সবাই মিলে আনন্দের সাথে ঘরে ফেরে, মা মারিয়ার আশীর্বাদ কামনা করে।
এই ধরনের স্থানীয় উৎসব নবাই বটতলা গ্রামের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। গ্রামবাসীরা আশা করছেন, আগামী বছরগুলোতে এই উৎসব আরও বড় পরিসরে পালিত হবে।
মন্তব্য