ঢাকা রাত ১০:৪৬, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ, ১৪৩২
শিরোনাম:
বারো আওলিয়ার দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজশাহীর মোহনপুরে ১৯ জুলাই”ঐতিহাসিক” জাতীয় সমাবেশ সফল করা লক্ষে মিছিল ও পথসভা পোরশা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিতা রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কারো হৃদয় ভাঙার জন্য আমি হলাম দোষী। ফটিকছড়িতে আনসার ভিডিপি দলনেতা মোঃ সাহাদাত হোসেনের শোকসভা অনুষ্ঠিত, ৭ দফা দাবি আদায়ের লক্ষে হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী হিলিতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ ‎পাঁচবিবিতে” ঢাকায় চলো” জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের মিছিল ও সমাবেশ ।। I am guilty of breaking your heart today এনসিপি সমাবেশে হামলা,ভাংচুর; পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত মনোন্য ‎পাঁচবিবিতে সমবায় সমিতির নির্বাচনে সাইদুর সভাপতি নির্বাচিত।। পাঁচবিবিতে গাছের চারা বিতরণ করেছে” ব্র্যাক।। ‎পাঁচবিবিতে ভাল্লুকগাড়ি গ্রামে রাস্তার জন্য অন্যের সম্পত্তি জবরদখল।। ‎পাঁচবিবিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ।। অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হিলিতে জুলাই শহীদ দিবস পালিত সাহসী সাংবাদিক মাহিদুল হাসান সরকার জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মনোনীত। আমাদের সিমি বুনু “তাকিয়ে ছিলাম” তৃতীয় বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ কেশবপুর পৌরসভার উদ্যোগে হরিহর নদের কচুরিপানা অপসারণের কাজ চলছে। সৎ মানুষ হয়েও কি অপরাধে দোষী হলাম আজ রাজশাহীর মোহনপুরে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব,বাড়িতে হামলা ভাঙচুরসহ ২ লক্ষ টাকা লুটপাঠ”অতোপর”থানায় অভিযোগ পাঁচবিবিতে তারেক জিয়ার বার্তা পৌঁছে দিলেন গোলজার- রানা।। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ‎পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন।।

কলকাতা আঞ্চলিক মহেশ্বরী সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভিশন এস টিভি ডেস্ক আপডেটঃ মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ 130 বার পড়া হয়েছে

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় ,কলকাতা

আজ ১৬ই জুন রবিবার, কলকাতার কলা মন্দিরে অনুষ্ঠিত হয়, অল ইন্ডিয়া মহেশ্বর মহাসভা ,ভগবান শিবের বংশধর হওয়ায় মহেশ নবমী দিন টি জন্মদিন হিসাবে পালিত হয়, আর সেই উৎসবকে কেন্দ্র করেই আজকে কলকাতা আঞ্চলিক মহেশ্বরী সভার আয়োজন এবং সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এলাকায় বসবাসকারী মহেশ্বরী সম্প্রদায় এবং পরিবারদের এক ছাতার নিচে জড়ো করা এবং সমাবেশের সাথে সংযুক্ত করা। এবং এই উদযাপনটি ধুমধামের সহিত মহাসম্মানয়ে প্রতিবছর হয়ে থাকে,

এই বৎসর ও যদিও সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল কিন্তু কোন কারণবশত আয়োজন থাকলেও তারা করতে পারেননি।, প্রতিবছর অনুষ্ঠানের আগে একটি সুবিশাল র‍্যালির মধ্য দিয়ে এই মহেশ্বরী সভার আয়োজন হয়ে থাকে। এবারেও সেইমতো বিভিন্ন মডেল তৈরি হলেও শোভাযাত্রা করা যায়নি। তাই সেগুলি মঞ্চের দুই দিকে সাজিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয় যেহেতু মহেশ্বরী শিবের বংশধর হওয়ায় উদ্যোক্তারা তিনটি প্রতিমাও গড়েছিলেন শিব দুর্গা পার্বতী, এবং সেগুলি মঞ্চের সম্মুখে রাখা ছিল।।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভার শুভ সূচনা করেন, এবং কয়েকশো সভার সদস্য উপস্থিত হন বিভিন্ন জেলা থেকে, তাদের মধ্যে বালি আঁচল মহেশ্বরী সভা, মহেশ্বরী সভা হাওড়া ,বেলঘড়িয়া শ্রী মহেশ্বরী সভা বিধান নগর, হিন্দমোটর কেন্দ্রীয় কলকাতা মহেশশ্রী সভা, শ্রীরামপুর মহেশ্বরী সভা, পূর্ব কলকাতা মহেশ্বরী সভা , ভি,আই, পি আঁচল মহেশ্বরী সভা,সহ আরো অন্যান্য জেলা থেকেও সদস্যরা উপস্থিত হয়েছিলেন।

এই অনুষ্ঠানে প্রায় ১২০০টিরও বেশি সম্প্রদায়ের সদস্য যোগ দেন, এবছর মহেশ্বরী উৎসবে সমাজের সামাজিক ও শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য মহাসচিব সবার মহান ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়। মহেশ্বরী সভায় শুধু অনুষ্ঠান করেই চুপ থাকেন। সারা বছর তারা বিভিন্ন সময় সেবামূলক কাজ করেন এবং বেশ কিছু দুষ্ট মানুষের পাশে তারা থাকার চেষ্টা করেন। শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রে ডিগ্রী প্রদান, সমাজের প্ল্যাটফর্মে মহেশরত্ন ডিগ্রি প্রদান করে থাকেন,

আজ ব্যক্তিত্বদের হাতে মরণোত্তর সন্মান তুলে দিলেন সংস্থার আহ্বায়ক,
শুধু তাই নয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সতর্ক করার জন্য দৃষ্টিগোচর করার জন্য বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে, কি কি কারণে মানুষের শরীরে ক্ষতি হতে পারে ও দেশ ধ্বংস হতে পারে এর মধ্য দিয়ে তুলে ধরেন।

এই উৎসবে উপস্থিত ছিলেন, উৎসবের মহাসভার সভাপতি শ্রী সন্দীপ জী কাবরা, সাধারণ সম্পাদক শ্রী অজয় জী কাবরা, দিলীপ লাহোতি মুখ্য আহ্বায়ক, সম্পাদক শ্রী অজয় জী কাবরা, পূর্বাঞ্চল সহ-সভাপতি শ্রী কৈলাশ জী কাবরা ,যুগ্ম মন্ত্রী শ্রী ছিতরমল ধৃত, সংগঠনের সভাপতি শারদ জী সোনি, মন্ত্রিস সম্পত কুমার হোন্ডানা, এছাড়া উপস্থিত ছিলেন বিনোদ কুমার জাজু ,নন্দ কিশোর লাঠোরিয়া, শ্যামসুন্দর রথী, কিষান কুমার বিনানি, গিরিরাজ জিতনাংগিয়া, রাকেশ মোহতা।

অনুষ্ঠান মঞ্চে সকল অতিথিদের একে একে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন,
পর সকল অতিথিরা একে একে মঞ্চে একটি কথায় বলেন, মহেশ্বরী সমাজ আরো এগিয়ে যাক, এর পাশে থাকুক সমাজের মানুষের পাশে থেকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিক, এই বার্তার দিকে দিকে ছড়িয়ে দিক সকল সদস্যদের মধ্য দিয়ে ও উদ্যোক্তাদের মধ্য দিয়ে,

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Visionstv24

আপলোডকারীর সব সংবাদ