জুয়েল হোসেন,বার্তা সম্পাদকঃ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হয়েছে। ২০২৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এখানে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি ২০২১ ও ২০২২ সালেও ১৫ শতাংশ নগদ ও ২০১৯ সালে ৮৫ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণ করেছে।
এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি প্রদর্শন করে আসছে। ইতিমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৪৬ কোটি টাকায়; আর গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ।
গার্ডিয়ান লাইফ দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত। এ পর্যন্ত মোট পরিশোধিত বীমা দাবির পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮ শতাংশ, এর মধ্যে ৯৫ শতাংশ বীমা দাবি মাত্র তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করেছে। বিজ্ঞপ্তি
মন্তব্য