ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা’র পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা’র সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি, কার্যকরী সদস্য মনিরুজ্জামান শান্ত প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় সকল শহীদদের আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের ইতিহাস স্মরণ করা হয়। নেতৃবৃন্দরা বলেন, ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগায় এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মান জাগ্রত করে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের গুরুত্ব ও বর্তমান প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য