মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ মন্দাকিনী শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গনে মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ২৬ ও ২৭ মার্চ ২০২৫ বুধবার ও বৃহস্পতিবার প্রতিবছরের ন্যায় মধুকৃষ্ণা ত্রয়োদশী, মন্দাকিনী স্নান, শ্রীশ্রী শিব পূজা, গঙ্গা পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, কবি গান, সম্মাননা প্রদান, ঐতিহ্যবাহী গ্রামীন লোকজমেলা অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬ঘটিকায় গঙ্গা পূজা, রাত ৮ ঘটিকায় আনন্দবাজারে মহা প্রসাদ আস্বাদন, রাত ১০ঘটিকায় কবি গান, বৃহস্পতিবার ব্রাহ্মমুহুর্তে মন্দাকিনী স্নান ও তর্পন শুরু, ভোর ৬ ঘটিকায় শিব পূজা, সকাল ৭ঘটিকায় শ্রীশ্রী চন্ডিপাঠ, সকাল ৮ঘটিকায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ আরম্ভ, পুরোহিত্য করবেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী এবং অংশগ্রহণ করবেন বিভিন্ন মঠ ও আশ্রমের মহাত্মা ও মহারাজবৃন্দ, সকাল ১০ঘটিকা হতে আনন্দবাজারে মহা প্রসাদ আস্বাদন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল।
মন্তব্য