এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ রফিকুল ইসলাম। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ছাত্র-ছাত্রী ও দাখিল পরীক্ষার্থীরা।
মন্তব্য