মোঃফয়সাল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি :-
রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রায় ৭ বিঘা ১০ কাঠা জমির পানের বরজ পুড়ে ভস্মিভূত হয়েছে। চোখের সামনে বরজ পুড়তে দেখে মাঠেই আহাজারী করছে ক্ষতিগ্রস্থ কৃষকরা ওই আগুনে ১৯ জন পান চাষীর প্রায় আঠাশ লক্ষ টাকার স্বপ্ন পুুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের সময় উপজেলার ধূরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,বড় পালশা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে হাসান আলী(৩৫), এর পানের বরজে কোন লোকজন ছিল না। হঠাৎ উক্ত সময় পানের বরজের উত্তর পাশে আগুন জ্বলতে দেখে তারপর অন্যদের পান বরজে আগুন ছড়িয়ে পড়েলে,পার্শ্ববর্তী বাড়ির মালিক আব্দুল কাদের, তিনি চিৎকার শুরু করলে গ্রামের আশেপাশের লোকজন এসে মোহনপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ চাষীরা হলেন- ওই গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে
হাসান আলী (৩৫), এর- ০৫ কাটা,মৃত রহিম বক্সের ছেলে সাদেক আলী (৪৫, এর -৫ কাঠা, মসির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম( ৩৮), এর -০৫ কাঠা,শফিক (৩৫),এর -০৬কাঠা,রহিম বক্সের ছেলে মোসাদ (৪০), এর -১৪ কাঠা,মৃত বজের আলীর ছেলে
সাহেব আলী (৩৫), এর -৬ কাঠা,মৃত ছামানের ছেলে,কামাল(৪০), এর -০৫কাঠা,মৃত অফার আলীর ছেলে ভোলা(৩৭), এর -০৫কাঠা,মৃত বজের আলীর ছেলে আফজাল হোসেন (৩০), এর -০৫ কাঠা,আজাদ (৪৫), এর ০৫ কাঠা,
মছির উদ্দিনের ছেলে দুলাল (৪৪),, এর – ১০ কাঠা,মৃত -একসার আলীর ছেলে জাহিদ (২৫), এর – ৭কাঠা,ময়েজ উদ্দিনের ছেলে তাইজুল(৩৫), এর -১০কাঠা, আতিক হোসেন (২৬), -১০কাঠা,সাইফুল হোসেন( ৩০), এর -১০কাঠা,ইসমাইলের ছেলে নুরুল হোসেন (৪০, এর -৫কাঠা,ইসরাইলের ছেলে ওহাব(২৭), এর -৬কাঠা,এমাজউদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫৫), এর -৩কাঠা,-আব্দুস সামাদের ছেলে হাসান আলী (২০), এর -৩কাঠা সহ সর্বমোট
জমির পরিমাণ ৭ বিঘা ১০কাঠা জমির ওপর থাকা পানের বরজ পুড়ে গেছে।জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ২৮ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়।
এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নিতাই ঘোষ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কিভাবে আগুন লেগেছে সেটি তারা বলতে পারেননি।
মন্তব্য