সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাষ্টারপাড়া (সিনেমা হলের পূর্বপাশে) পূর্ব শত্রুতার জের ধরে বাসা-বাড়িতে অগ্নিসংযোগ। অগ্নিকান্ডে মাস্টারপাড়ার মৃত মোঃ নয়া মিয়া মন্ডলের মেয়ে সালমা শিলার বাসার একটি মটরসাইকেল (সুজকি জিকসাস), একটি বিদেশী গরু ও আসবাবপত্র সহ ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫’লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। গত কাল গভীর রাতে বাসায় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম, এসময় শত্রুতায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকাবাসী এগিয়ে এসে অগ্নিকাণ্ডের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করে। থানায় লিখিত অভিযোগে শিলা বলেন, একই এলাকার বাবুয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন ইতিপূর্বে দিনের বেলা একজোড়া প্রেমিক-প্রেমিকার পথ আটকে তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। উক্ত ঘটনাটি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সাদ্দামের দাবি ফেসবুকে আমরাই ওই ঘটনাটি ছড়িয়ে দিয়েছি এমন অজুহাতে আমাকে ও আমার একমাত্র স্কুল পড়ুয়া ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেয়। এবিষয়ে সাদ্দাম বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে সমাজে ছোট করার জন্য তারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে কারণ তাদের বাসায় আমি আগুন ধরিয়ে দেইনি।
মন্তব্য