এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ রেহানা আক্তার, বটিয়াঘাটা,খুলনা-কে উৎসর্গীত)
স্বপ্ন সন্ধানী আমি ভাবনায়-
কত চেতনা ডাকে আমায়,
বাসি ভালো দুঃখটাকে প্রতিক্ষণ-
সুখের চেয়ে দুঃখই বেশি আপন!
সাধনার সাধ আছে এ হৃদয়ে-
সকল স্বপ্নই বিরুদ্ধে যায় বয়ে,’
স্বপ্নের বলয়ে করি স্বপ্ন চাষ-
স্বপ্নেরা করে প্রলুদ্ধ চিত্তে উচ্ছাস!
করে আনাগোনা জীবনের ছায়া পথে-
স্বপ্নের সীমা করতে অতিক্রম সাথে-সাথে,
মাঝে-মাঝে মেলেনা ভালোবাসার ছক-
ভাবি! নিবিড় চিত্তে কি পেলাম যৌবনে হক!
স্বপ্নে দেখে নিঃশব্দে গেলাম একে প্রতিচ্ছবি-
না পেলাম মর্ম উপলদ্ধিতে কিছু নিঃরস কবি,
হলোনা এ জীবনে আর কিছু করা নাড়ীর টানে-
হলোনা দেয়া কোন কিছু ঐকান্তিক সম্প্রদানে!
হোক পুর্ন এ ধরা ভালোবাসার প্রান্তরে মিশে-
হোক সমাদৃত যত স্বপ্ন জীবনের গতিপথে নিমেষে,
চাই দেখতে-আঁকতে স্বপ্নের এক যাচিত পৃথিবী-
যেখানে থাকবে সকলেই সুখ-শান্তিতে নিরবধি!
সাধ আছে নেইতো সাধ্য; সাধনা করে পূঁজি-
গড়তে সাফল্য সাধনার ব্যপ্তীতে স্বপ্ন কে খুঁজি,
হোক স্বপ্ন প্রচ্ছাদিত সাধ ও সাধনার মিলনে-
হোক সমাদৃত সকল সাধ; সাধনার মুল্যায়নে……
(রচনাকালঃ২৯শে মে’২০০৫ঈশায়ী,
রাত:০৮:২১__০৮:২৫+২৩:৪০__০০::০৫ (২৮-৫-২১)
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,
কুয়াবাসী, চাটমোহর, পাবনা।
মন্তব্য