(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয় গত ৩০ শে জুন সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ অনুষ্ঠান কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
আলোচনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার আখি শেখ ও কৃষি অফিসার শিউলি মজুমদার ৪শ’ ( চারশত ) জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার , ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আমন ধান বীজ বিতরণ করেন।
মন্তব্য