সোহেল খন্দকার (ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক আবু সামেয় আকন। সোমবার বেলা সাড়ে ১২ টায় রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে যুবদল ও ছাত্রদলেন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবু সায়েম আকন অভিযোগ করে বলেন,আমি দীর্ঘদিন ধরে সমাজে চলমান অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। এইসব অনৈতিক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের কথা আমি বারবার জনসমক্ষে তুলে ধরেছি এবং সমাজ থেকে এসব অপকর্ম দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আওয়ামী লীগের কিছু দোসর বিএনপি ও এর অঙ্গসংগঠনে প্রবেশ করে সংগঠনের আদর্শ বিনষ্ট করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই পদকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু ব্যক্তি এবং বর্তমান প্রতিপক্ষ মিলে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে জোর করে শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছে। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত।
মন্তব্য