সোহেল খন্দকার (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহিদা নামের ভুক্তভোগী এক নারী। বুধবার বেলা ১১ টায় রাজাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহিদা পুটিয়াখালী এলাকার আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।
এ সময় অভিযোগ করে জাহিদা জানায়,আমাদের প্রতিবেশী মৃত শহ আলম হাওলাদার মেয়ে তুলি,শিমু ও ফারজানা’র সাথে আমাদের পারিবারিক কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ৫ জুলাই শনিবার সকালে তাদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে বেলা সাড়ে ১১ টায় দিকে পূর্ব পরিকল্পিত ভাবে তুলি,শিমু ও ফারজানা লাঠি সোটা নিয়ে আমার উপড় হামলা চালানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে স্থানীয় হোসেন সিকদারের দোকানের ভিতরে আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে যাই। তখন হোসেন সিকদার,শাহ আলম হাওলাদার সহ স্থানীয়’রা আমাকে রক্ষা করে এবং তাদের’কে শান্ত করে বাড়ীতে পাঠিয়ে দেয়। তখন তুলি,শিমু ও ফারজানা’কে কেউ মারধর করেনি যার একাধিক সাক্ষিও রয়েছে।পরে দুপুর ২ টার দিকে প্রতিপক্ষ ফারজানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আমাদের নামে রাজাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। আমার চাচাতো ভাই মোঃ অলিউল্লাহ, মোঃ মামুন ও চাচাতো বোন নুসরাত জাহান বেবি ও আমার নামে অভিযোগ দেয় যা সম্পর্ন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার সময় আমার চাচাতো ভাইয়েরা কেউ বাড়ীতে ছিলোনা। এখন প্রতিপক্ষরা আমাদের’কে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হয়রানীর হাত থেকে রক্ষা পেতে এবং যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রসাশনের সু-দৃষ্টি কামনা করেছেন।
মন্তব্য