সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একযোগে সারাদেশের ৩’শ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
একপর্যায়ে মহাসচিব জয়পুরহাট -০১ আসনে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধানের নাম ঘোষণা করেন। ফেসবুক ও টেলিভিশনের পর্দায় প্রিয় নেতার এমন খুশির খবর দেখার ও শোনার সঙ্গে সঙ্গে পাঁচবিবির বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হয়। আগে থেকেই কেন্দ্রীয় বিএনপির নিষেধাজ্ঞা আরোপ ছিল ধানের শীষ প্রতীক পাওয়ার পর কোন আনন্দ উল্লাস বা মিছিল, আতশবাজি, পটকা ফোটানো এমনকি মিষ্টি বিতরণ করা যাবে না। এজন্য প্রিয় নেতা শহীদ জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষ পাওয়ায় উপস্থিত সকল নেতাকর্মীরা বার বার আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মতভেদ ভুলে এক জোট হয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
মন্তব্য