সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সেলিম খান( সেলিম মাষ্টার) আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত কিডনিসহ বিভিন্ন জটিলরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।তিনি একজন সৎ, পরিশ্রমী, শিক্ষানুরাগী শিক্ষক এবং প্রাক্তন ফুটবল খেলোয়ার ও সমাজ সেবক হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, একস্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ছাত্রছাত্রী এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর বাগজানা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মন্তব্য