রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৩:২৫ অপরাহ্ণ

মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) ২০২৫ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায়, উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস)মোহনপুর উপজেলার শাখার সম্মানিত সভাপতি ও মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। এসময় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস রাজশাহী জেলার সহ-সভাপতি ও
মাদার বক্ শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক (১)বাচ্চু রহমান, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন (২)সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান,সাবেক সাধাররণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান,অধ্যক্ষ আসলাম আলী, অবসর অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা বাবলুবাবুল হোসেনসহ,বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেশরহাট মহিলা কলেজের সহ: অধ্যাপক মোঃ রবিউল হোসেন,এ সময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস মোহনপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের সহ: অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের সহ: অধ্যাপক মোঃ রহেন উদ্দিন, ও গীতা পাঠ করেন মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের সহ: অধ্যাপক তপন কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস
এই সম্মেলনগুলো কলেজ শিক্ষকদের স্বার্থ রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জাতীয়করণের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত হয়। আপনারা সংগঠন টিকিয়ে রাখবেন ও ঠিকঠাক দায়িত্ব পালন করবেন।আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আছে এবং ভবিষ্যতেও থাকবে।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন