রাজশাহীর মোহনপুরে নারীদের ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক এনডিসি মমতাজ আহমেদ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৩:৫৬ অপরাহ্ণ

মোঃ ফয়সাল হোসেন,জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলায় নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ) সকাল ১০ টায়,উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রর আয়োজনে উপজেলা হলরুমে,বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে ‘বিশেষ উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী অফিসার (ইউএনও),ও উপজেলা কমিশনার( ভূমি) জোবায়দা সুলতানা।অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য আপা রুপালী খাতুন।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সচিব এনডিসি মমতাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নিবাহী পরিচালক অতিরিক্ত সচিব শাহানারা শারমিন, আরও উপস্থিত ছিলেন, তথ্যআপা প্রকল্প (2য়) পযার্য়ের শাহানাজ বেগম নীলা, উপ – প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এস,এম নাজিমুল ইসলাম, উপ সচিব মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ন মোহাম্ম হাসিনা আক্তার, মোহনপুর উপজেলা ,মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, প্রধান শিক্ষক শহিদুল আলমসহ, বৈঠকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও তথ্য আপা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন। অতিথিরা বক্তব্যে বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় ) সব পর্যায়ে নারীর ক্ষমতায়নে তথ্য-আপার ভূমিকা গুরুত্বপূর্ণ। মায়ের পরিচয়ের মাধ্যমে প্রত্যেক নাগরিকের পরিচয়’ চালু করে নারীকে সম্মানীত ও নারীর অবদানের স্বীকৃতি দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন । নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে।
সবক্ষেত্রে নারীর অধিক অংশগ্রহণ নিশ্চিত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। প্রত্যেকের শ্রম ও মেধাকে ব্যবহার করে প্রাপ্ত তথ্য সরবরাহের মধ্য দিয়ে পুরো জাতিকে সচেতন করতে হবে এবং উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। তথ্য-আপার প্রাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও তথ্য সব নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নারীর উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। শেষে বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন ও মতিবিনিয়ন করেন।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন