কিশোরগঞ্জে নদীতে অবৈধ বালু উত্তোলন:দুইজনকে আটক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৪:৫২ অপরাহ্ণ

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টাট:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই যুবক কে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার(১৮ অক্টোবর)সকাল ছয়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাড়ি মধুপুর ফুলবাড়ি গুচ্ছগ্রাম সংলগ্ন চারাল কাটা নদী ও তৎসংলগ্ন সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইজনকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন।

এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন,কিশোরগঞ্জ নিতাই ইউনিয়নের শাহ পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন(২৪)ও একই ইউনিয়নের চানশাপাড়া গ্রামের বাসিন্দা কালা মামুদের ছেলে মোঃ লিয়াদ হেসেন (২২)।

উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা জানান,সরকারি নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন