(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দে ভাসছে স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে( ৫ নভেম্বর) বুধবার বিকেল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ব্যানারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত স্লোগান ও শুভেচ্ছা বার্তা স্থান পায়।
দোয়া মাহফিলের শুরুতেই জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বক্তরা বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রার্থিতা আমাদের প্রত্যেকের জন্য গর্বের।”অনুষ্ঠানে বক্তরা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশে দোয়া মাহফিল সমাপ্ত হয়।অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত হয়, যা ছিল মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা অনুষ্ঠান—দলীয় প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক,
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু , জেলা মহিলা দলের এডভোকেট সেতারা বেগম।অন্যান্য নেতৃবৃন্দ। দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু , সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সমাবেশে বক্তব্য রাখেন।
মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, সেলিম মোড়ল,মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।
এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৯:৫২ অপরাহ্ণ