নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় আবাসিক হোটেল-এর আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকের বাড়ি এলাকায় ওই হোটেলের সামনে এ মানববন্ধন করেন।
স্থানীয়রা জানান, নামবিহীন চারতলা ভবনে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেল-এর আড়ালে চলছিল অনৈতিক কার্যকলাপ। এতে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে তারা হোটেলটি বন্ধের দাবি জানিয়ে বলেন, এটি সরাসরি ইসলামবিদ্বেষী ও সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার যুব সমাজ ও সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করেন, যেগুলোর মধ্যে “দাদাভাই”, “মেহেদী ভাই”, “সূর্য ভাই” নামে কয়েকজনের নাম পাওয়া যায়। এসব নামের মাধ্যমে যোগাযোগ করে অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও হোটেলটি একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ভবন মালিক মাসুম কেবল সাইনবোর্ড খুলে সাময়িকভাবে বিষয়টি আড়াল করেন। পরে আবারও একইভাবে ব্যবসা শুরু হয়। ভবন মালিক মাসুম বলেন, আমি বিল্ডিং ভাড়া দিয়েছি, তারা কী করছে সেটা তাদের দায়িত্ব। আমি খারাপ কিছুর পক্ষে না। তাদের বলেছি ভালোভাবে গেস্ট হাউজ চালাও, খারাপ কিছু যেন না হয়।
অন্যদিকে হোটেলের ম্যানেজার কবির সাংবাদিকদের বলেন, আমার এখানে কোনো অনৈতিক কাজ হয় না। এলাকাবাসী মিথ্যা অভিযোগ দিচ্ছে। মানববন্ধনের নামে আমার হোটেল লুট করা হয়েছে। তবে এলাকাবাসী এই বক্তব্য অস্বীকার করে বলেন, ম্যানেজার কবির ও ভবন মালিকের মদদেই এসব অসামাজিক কার্যকলাপ চলছিল।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, হোটেলটির অবস্থান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় এর প্রভাব আশেপাশের এলাকার তরুণ সমাজের ওপর ব্যাপকভাবে পড়ছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন অবিলম্বে এই অবৈধ হোটেল বন্ধ করে এলাকাকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে হবে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৯:৪০ অপরাহ্ণ