মৃদুল ধর ভাবন,আশুলিয়াঃ
শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রাচীনতম হাজী মতিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে প্রথম প্রাতন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এখন যারা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে অবস্থান করছেন এমন শতশত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উক্ত পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
শুক্রবার ১৭মার্চ বিকালে হাজী আলী আহমেদ এর সভাপতিত্বে আশুলিয়ার পাথালিয়া ইউনিনের কুরগাঁও হাজী মতিয়ার রহমান স্কুল মাঠে ইনডেক্র গ্রপ্ফ কোম্পানীর অর্থয়ানে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাউল করিম সিদ্দিক . কৃষি তথ্য বিশ্লেষক ও উপস্থাপক মাটি ও মানুষ ,বাংলাদেশ টেলিভিশন এবং প্রফেসার( অব) ব্যবস্থাপনা বিভাগ সাভার সরকারী বিশ্শবিদ্যালয় কলেজ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনডেক্স গ্রুপের পরিচালক শাকিল আহমেদ উক্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী । সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গৌবিন্দ আর্চায্য,শিরিন আক্তার ,প্রধান শিক্ষক ( অব) ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সাভার ,অনুষ্ঠানটি উদ্ধোধন করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান সহ
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।