আজ মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের পক্ষ থেকে চা চক্রের আয়োজন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১:২২ অপরাহ্ণ

কলকাতা প্রতিনিধি মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লার নেতৃত্বে একটি চা চক্রের আয়োজন করা হয়।এই কর্মসূচি তে প্রায় শতাধিক মানুষ উপস্থিত হয়। সেখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মকাণ্ড ও গন বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের সফল কর্মসূচি তুলে ধরা হয়। এবং কেন্দ্রীয় সরকারের এস আই আর নিয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে যুব তৃনমূল দলের পক্ষ যে কর্মসূচি পালন করা হচ্ছে তা তুলে ধরা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু। এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা ও সাদিক হোসেন ওরফে ভলা। এছাড়া ব্লক তৃনমূল দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন