কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ । ১১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ জেলার নুরুল ইসলাম নুরু জানায় কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগ এর পুণাঙ্গ কমিটি টাকার বিনিময়ে পদ পদবী দিয়েছেন কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর
নুরুল ইসলাম নুরু বলেন কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগ প্রচারের মাধ্যমে তিল তিল করে কয় একজন কে নিয়ে আলোচিত করেছে যেমন আগের আহবায়ক কমিটিতে আবু হানিফ খোকন, শাহাবুদ্দীন এডঃভোকেট কাজি সাইফুল ইসলাম মামুন ভুইয়া এসিড সজীব এমন কয়েকজন তাঁতীলীগ কিশোরগঞ্জ জেলায় নিয়ম মত তাঁতীলীগ করে আসছে, বিগত ৩ই সেপ্টেম্বর মাসে সাধারণ সম্মেলনের মাধ্যমে আজ এদের মত কর্মীদের কাছে টাকা চেয়েছিলেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবীর আজ এই অর্থ লোভী সাধারণ সম্পাদক টাকা নিয়েও কমিটিতে নাম নেই অনেকেরই সেই নিয়ে আবু হানিফ খোকন শাহাবুদ্দীন এডঃ কাজি সাইফুল ইসলাম নুরুল ইসলাম নুরু ও মামুন বলেন আমাদের নিকট হইতে জানান যে টাকা নিয়েও আজ কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগের কমিটিতে নাম নেই বলে জানান আরও বলেন বিভিন্ন উপজেলা থেকে ও পদ পদবী দিবে বলে টাকা নিয়েছে এই অর্থ লোভী সাধারণ সম্পাদক হুমায়ুন, নুরুল ইসলাম নুরু অভিযোগ করে বলেন কিশোরগঞ্জ জেলা তাঁতীলীগে আজ যাদের নাম কমিটিতে এসেছে তাহাদের কে কোন দিন তাঁতীলীগ করতে দেখেনি কিন্তু ত্যাগী নেতাদের স্থান নাই কেনো বলেন এই নুরুল ইসলাম নুরু এই বিষয় নিয়ে সাধারণ সম্পাদক হুমায়ুন কে বলিলে সে সবার সাথে উত্তর দেয় পদ পদবী যাহাদের দিয়েছি তাড়া টাকা দিয়েছে বিধায় তাহাদের কে পদে রাখা হয়েছে, তাই সাবেক তাঁতীলীগের নেতাদের কথা হলো এতদিন যে আমাদের নিকট টাকা নিয়েছো সব টাকা ফেরত দাও আরও বলেন এই অর্থ লোভী সাধারণ সম্পাদক হুমায়ুন কিছু কিছু বি এন পি লোকজন ও রেখেছে এই পুনাংঙ্গ কমিটিতে যাহাদের কোনো দেখেনি আওয়ামী লীগ করতে, সেই বিষয় নিয়ে আবু হানিফ খোকন শাহাবুদ্দীন এডঃ কাজি সাইফুল ইসলাম নুরুল ইসলাম নুরু মোঃ মামুন ভুইয়া বলেন আমরা ইতি মধ্যেই জেলা আওয়ামী লীগে নেতাকর্মীদের কাছে বিচার প্রার্থী হয়েছে, এবং এই অর্থ লোভী সাধারণ সম্পাদক হুমায়ুন অর্থে বিনিময়ে পদ পদবী দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনি ভাবে ব্যবস্থা নেওয়া হবে, তার পর সংবাদ সম্মেলন করবে বলে জানান তাড়া, কেনো তূণমুল নেতাদের স্থান নাই জানান ত্যাগী নেতারা, কাল রাত অনুমান একটা বাজে কমিটি হুমায়ুন প্রকাশ করে তার ফেইসবুক আইডিতে, তাই এই বিষয় নিয়ে নিউজ প্রকাশ করার জন্য জোর দাবি জানায় সাবেক তাঁতীলীগের সিনিয়র নেতা কর্মীরা, নুরুল ইসলাম নুরু বলেন আমি হুমায়ুন কবীর হুমায়ুন ভাই কে ফোন দিলে বলে তুমি আমাকে কিছু টাকা দিলে আমি তোমাকে জেলার ভালো একটি পদ দিবো নুরুল ইসলাম নুরু টাকা দেয়নি বিধায় কমিটিতে নাম নাই, এই ভাবে অনেক অনেক অভিযোগ আছে এই অর্থ লোভী সাধারণ সম্পাদক হুমায়ুন এর নামে, পরর্বতী আরও অনেক সত্য ঘটনা তুলে ধরা হবে, সংবাদ সম্মেলনে এই কথা বলেন নেতাকর্মীরা

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন