‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে অর্থ লক্ষাধিক টাকা প্রদান মেয়র প্রার্থী শামীম।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ

‎
‎সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মসজিদ, মন্দিরে কিংবা কন্যাদায়গ্রস্থ পিতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সহ বিভিন্ন সামাজিক কল্যাণে একের পর এক কাজ করে জনতার মেয়রে পরিণত হয়েছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। শুধু সম্পদশালী হলেই সবাই দান করতে পারেন না, দান করতে গেলে হিম্মত লাগে বললেন মহল্লাবাসীরা।
‎জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক অর্ধ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
‎১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদে যান এবং সেখানে তিনি নামাজ পড়েন। পরে মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সেক্রেটারি মোঃ আদনান আরাফাতের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকিরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
‎শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ আবু তালহা।
‎মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন,শুধু মসজিদ নয় আপনাদের যেকোন সমস্যায অথবা প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
‎

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন