সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
গত জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তঘেঁষা রতনপুরের সেলোমেশিন মেকার আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে নজিবুল সরকার বিশাল মারা যায়। ছেলের মৃত্যুর পর থেকেই আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিলাম বলেন, শহীদ বিশালের মা মোছাঃ বুলবুলি খাতুন। যে মহিলার জন্য আমার প্রিয় সন্তান আমার বুক থেকে কেরে নিয়েছে, আজ আমি সন্তান হারা এক মা, এ দিনটির জন্য এখনো বেঁচে আছি।আন্তর্জাতিক ট্রাইবনালের দেয়া আইনের সর্ব্বোচ্য মৃত্যুদন্ডের রায়।কিছুটা হলেও ক্ষত পুরুন হয়েছে। পৃথিবীতে আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি হাসিনার ফাঁসির রায় শুনে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ৪:৪০ অপরাহ্ণ