চিরিরবন্দরে পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ । ৭:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পূবালী ব্যাংক লিমিটেডের ১৪৭ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) পূবালী ব্যাংক লিমিটেড দিনাজপুর জেলার শাখার ব্যাবস্থাপক বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটির উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের উপ-মহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী ও জহুরা গ্রুপের চেয়ারম্যান মো আব্দুর হান্নান।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ, চিরিরবন্দর ব্যাবসায়ী (বনিক) সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মান্নান শাহ্, চিরিরবন্দর উপজেলার অন্যতম ব্যাবসায়ী নূর আমিন শাহ্, ঘুঘুরাতলী ব্যাবসায়ীক সমিতির ক্যাশিয়ার ডাঃ এনামুল হক, চিরিরবন্দর বাজাজ মার্ট এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যাবসায়ী শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোমান সরকারসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন