মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী :-
রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফজলুর রহমান প্রাং, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার বিসিআইসি সার ডিলার, বিএডিসি সার ও বীজ ডিলার উপস্থিত ছিলেন।
সভায় কৃষি সংক্রান্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে নতুন বিক্রি কেন্দ্র স্থান নির্ধারিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আরও আলোচনা করেন
সার ও বীজের সরবরাহ বিতরণ, মূল্য ও গুণগত মান ইত্যাদি বিষয় নিয়ে,এই সভার উদ্দেশ্য হলো কৃষকদের জন্য সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা এবং এর অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৬:২৫ অপরাহ্ণ