নাহিদুল শাহাদাত জ্যাকি ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি VISION S TV Bangladesh.
সাতক্ষীরা জেলা কলরোয়া থানায় সেকেন্ড অফিসার হিসাবে উপ-পরিদর্শক (SI) নুর ইসলাম শেখ যোগদান করেছেন শনিবার । তিনি বাগেরহাট জেলার মোল্লার হাট থানা কচুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পুলিশের উপ পরিদর্শক পদে ২০১৩ সালে যোগদান করে সুনামের সহিত দীর্ঘদিন চাকরি করছেন। তিনি সর্বশেষ বটিয়াঘাটা থানায় কর্মরত ছিলেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন দায়িত্ব কর্তব্যর সহিত চাকুরি করতে পারেন ।