পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ফতেজংপুর ইউনিয়ন পরিষদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ । ১১:৪৭ পূর্বাহ্ণ

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারারদর মাঝে ১০ কেজি করে চাউল বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য(চাউল)১০ কেজি করে বিতরণ শুরু করেছেন দিনাজপুরের চিরিরব বন্দর উপজেলা ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদে।

বুধবার সকাল ৮ টা থেকে চাউল বিতরণ শুরু করা হয়। গোয়ালডিহি ইউনিয়নের গরীব ও অসহায় শত পরিবারকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ (চাউল) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩নংফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব: নুরু মোহাম্মদ লুনার

আরোও উপস্থিত ছিলেন, ৯টি ওয়ার্ড মেম্বার অফিসার
, ওয়ার্ড মহিলা সদেস্য. ৩টি , ,অত্র ইউপি সচিব,হিসাব সহকারী ও গ্রাম পুলিস এবং উপকার ভোগী গণ।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন