(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
রূপসায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া অনুরাগী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা টুর্নামেন্টের শুভসূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রূপসা উপজেলা প্রশাসন দল ও টিএসবি ইউনিয়ন পরিষদ দল। প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় টিএসবি ইউনিয়ন পরিষদ দল ৩–২ গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সিহাব, সবুজ ও নাঈম। পরাজিত দলের হয়ে গোল করেন তবিবুর ও ইব্রাহিম। খেলাটি পরিচালনা করেন আলী আকবর, আজিজুর রহমান বাবলু এবং বিপ্লব সরদার। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহ্মেদ লালু, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, শিক্ষক আ. কাদের শেখ, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, জিয়া খান, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমুখ।
প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে। উপজেলার যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা, ঐক্যবদ্ধতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১০:৪৩ অপরাহ্ণ