হিলিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ । ১০:৪৫ অপরাহ্ণ

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনি

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। বর্ষবরণ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে আগের দিন চিত্রা অংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল, শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন