শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ৫:৪৭ অপরাহ্ণ

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)

পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক নাঈম হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম,নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তরা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর ভাবে আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষীকর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরো বললেন অবিলম্বে বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবংসর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এ ছাড়া তারা মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

চেয়ারম্যানমোঃসোহেল রানা

হেড অফিসঃ  পুরান পল্টন,  মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ  visionstv24@gmail.com  মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন