বাংলাদেশ কবিতা সংসদ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত”

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ১০:০৩ অপরাহ্ণ

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)

বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার ৩২ বর্ষপূর্তি উপলক্ষে সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার এর সভাপতিত্বে পাবনা প্রেস ক্লাব ভি আইপি মিলনায়তনে ২৮ নভেম্বর ’২০২৫ শুক্রবার দিনব্যাপী বেসরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সম্মেলনটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জননন্দিত নেতা পাবনা ৫ আসনের বি এন পি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন আইন কলেজ পাবনার অধ্যক্ষ কবি আজিজুল হক, সিনিয়র এডভোকেট মির্জা আজিজুর রহমান, মাছারাঙা টেলিভিশন এর উত্তরাঞ্চলীয় ব্যুরোচীফ উৎপল মির্জা, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ এর সাবেক অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, কবি কোহিনূর বেগম শিউলী। প্রকাশনা উৎসব, গুণীজন সংবর্ধনা, সম্মাননা জ্ঞাপন, পুরষ্কার প্রদান ও কবিতা পাঠ ছিল দুই পর্বের মূল অংশ। প্রকাশনা উৎসবে ‘ খোলাচোখ’ ‘গাঁয়ের ব্যথা’ ‘স্মৃতির পাতায়’ ‘অতৃপ্ত বাসনা’ ও ‘ বিদ্রোহী যাত্রীদল’ শিরোনামে ৫টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ৬জন গুণীজনকে কবিতা সংসদ সাহিত্য পদক ২০২৫ প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন অধ্যাপক সহিদুর রহমান (রাজবাড়ী), জাফর সাদেক (পাবনা), কবি মফিজ উদ্দিন বিশ্বাস (পাবনা), দেবাশীষ কুমার কুন্ডু ( রাজবাড়ী), মমতাজ রোজ কলি (পাবনা) ও কবি হুমায়ুন কবির (রাজশাহী)। এ উপলক্ষ্যে মানিক মজুমদার সম্পাদিত খোলাচোখ সাহিত্য পত্রিকা সম্মেলন সংখ্যা আমন্ত্রিত কবি সাহিত্যিক ও অতিথি গুণীজনদের সচিত্র পরিচিতি ও কাব্যসম্ভার নিয়ে প্রকাশিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মেলন সনদ ও খোলাচোখ সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য সম্মেলন বাস্তবায়নে পাবনার সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে।
কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কবি আমিনুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন মোক্তার হোসেন, ডাঃ তমিজ উদ্দিন, বেগম ফিরোজা খান, আমিনুল ইসলাম সৌরভ। এ পর্বে শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবিতা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অশ্রু সাগর আনোয়ার। সাহিত্য সম্মেলনে শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন