গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৯:৫৭ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি: মো: আতিকুর রহমান,

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ৫ কেজি গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে এসআই নিরস্ত্র রফিকুল ইসলাম ও এএসআই নিরস্ত্র মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদা বেগমকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিন মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক শাহিদা বেগম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক শাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। গোদাগাড়ীতে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন