গোদাগাড়ী-তানোরের গর্ব মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন ধানের শীষের বিজয়ে বদ্ধপরিকর

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ১০:০৩ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি: মো:আতিকুর রহমান,

গোদাগাড়ী-তানোরের গর্ব মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন ধানের শীষের বিজয় নিশ্চিত। তিনি
একজন দক্ষ সৈনিকের জীবন সর্বদাই শৃঙ্খলা, আত্মত্যাগ, দেশপ্রেম এবং কঠোর পেশাদারিত্বের মেলবন্ধন। নিয়ম-শৃঙ্খলার কঠোর পরিবেশে গড়ে ওঠা এই যোদ্ধাদের জীবনে সংযম, অধ্যবসায় এবং দেশের সার্বিক নিরাপত্তার প্রতি অনড় অঙ্গীকারই তাদের এগিয়ে নিয়ে যায়। শারীরিক ও মানসিক দক্ষতা অর্জনের জন্য কঠোর ও দীর্ঘ প্রশিক্ষণ অতিক্রম করেই তাঁরা হয়ে ওঠেন দেশরক্ষার প্রকৃত প্রহরী।
দেশের প্রতি গভীর ভালোবাসা এবং যেকোনো পরিস্থিতিতে দেশ সেবার অঙ্গীকার একজন সৈনিকের পেশাগত জীবনকে অনুপ্রাণিত করে। দেশের মানুষ, জাতির নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাই তাঁদের কাছে সর্বাগ্রে গুরুত্ব পায়।
এই মহান মূল্যবোধগুলো ধারণ করেই জনমানসে আস্থার প্রতীক হিসেবে উঠে এসেছেন গোদাগাড়ী-তানোরের গর্ব ধানের শীষের কান্ডারী মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি এখন রাজনৈতিক অঙ্গনেও পরিবর্তনের প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি মাঠে-ময়দানে নিরলস কাজ করে চলেছেন। বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন-ভাবনা তুলে ধরে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। অঞ্চলের মানুষও তাঁকে স্বপ্নের পরিবর্তনের নেতা হিসেবে দেখছেন।
গোদাগাড়ী-তানোরের জনগণ ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনকল্যাণ প্রতিষ্ঠার আশায় ঐক্যবদ্ধ হয়ে মেজর জেনারেল অব. শরীফ উদ্দিনের পাশে দাঁড়িয়েছে। দেশের প্রতি তার দীর্ঘদিনের সেবার মনোভাব ও দৃঢ় দেশপ্রেম এখন রাজনৈতিক নেতৃত্বেও ছড়িয়ে পড়েছে।
মেজর জেনারেল অব. শরীফ উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের বিজয় অর্জনের লক্ষ্যে গোদাগাড়ী-তানোর আজ বদ্ধপরিকর।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন