‎পাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ২:৩০ অপরাহ্ণ

‎‎সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

‎পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে মেয়র প্রার্থী শামীম হোসেনের ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে গত ৩০ শে নভেম্বর রবিবার দিবাগত রাতে পৌরসভার নাকুরগাছি সরদারপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামের মাঠে এক বিরাট তাফসীরুল কুরআন, ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, বুড়াবড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জহুরুল ইসলাম।

‎গ্রামের যুবক আবু বক্কর সিদ্দিক নাঈমের সঞ্চালনায় এতে পবিত্র আল কোরআন থেকে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমান,ঢাকা আশুলিয়া থেকে আগত গোনাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মোঃ আহসান উল্লাহ আল ওসামা। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান,পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ ইয়াহ্ ইয়াহ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। তিনি নাকুরগাছি সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নে অর্ধ লক্ষ টাকা ঘোষণা দিলেন এই ইসলামী জলসায়।

‎এই ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ শোয়া হাসিল করেন।

‎

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন