‎জয়পুরহাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঘরে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ২:৩৩ অপরাহ্ণ

‎
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
‎
‎জয়পুরহাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ৫ শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষ ওয়ারিশগণ।
‎ ৩ ডিসেম্বর বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে
‎এ ঘটনা ঘটে।
‎
‎সরেজমিনে গেলে অভিযোগকারী মোঃ মুনসুর রহমান জানান, আমরা তিন ভাই। বাপ-দাদার পৈত্রিক সূত্রে প্রাপ্ত দড়িপাড়া মৌজায় মোট ৫.২৭ একর সম্পত্তির মধ্যে ২.৫২ একর সম্পত্তি আমরা ভোগদখল করে আসছি দীর্ঘ ৪০ বছর ধরে কিন্তু কয়েক বছর ধরে এ জমি নিয়ে আমাদের সঙ্গে প্রতিপক্ষ ওয়ারিশ মাহমুদুল হক ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ বাঁধে।এখন আমাদের সম্পত্তি তারা তাদের বলে দাবি করছে।
‎
‎মুনসুর রহমান আরো অভিযোগ করে বলেন,প্রতিপক্ষ মাহমুদুল হক গং এবং তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমাদের জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ করে ঘরের টিন লুট করে এবং বসতবাড়ির পাশে লাগানো ৫ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।
‎
‎তিনি আরও জানান, এ বিরোধ নিয়ে ২০১৯ সালে জয়পুরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। মামলার মাঝে এমন নিশংস ঘটনায় আমরা হতভম্ব,চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
‎প্রতিপক্ষরা যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আশঙ্কা করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
‎
‎এবিষয়ে প্রতিপক্ষ সোলায়মান আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক। আমাদের ফসলি জমিতে তারা ঘর নির্মাণ করেছিল। আমরা ভেঙ্গে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
‎

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন