১নং নশরতপুর ইউনিয়ন বাসীর দীর্ঘদিন এর আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে চলছে ইছামতী নদীর ব্রিজ এর কাজ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ মে, ২০২৩ । ১:০৭ পূর্বাহ্ণ

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদক:

১নং নশরতপুর ইউনিয়ন বাসীর দীর্ঘদিন এর আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে চলছে ইছামতী নদীর ব্রিজ এর কাজ কাজের গতি লক্ষ্যর উদ্দেশ্যে চিরিরবন্দর-খানসামা আসনের সংসদ সদস্য বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান এম পি জনাব মো আবুল হোসেন মাহমুদ আলী আজ রানীর বন্দর ঈদগাহ মাঠ সংলগ্ন ইছামতী নদীর ব্রিজ পরিদর্শন আসেন
আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার দাস। উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানা আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক আলীম সরকার। আরও উপস্থিত ছিলেন ১নং নশরতপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আবদুল ওহাব স্যার।। উপস্থিত ছিলেন আবু হান্নান মাহমুদ ছোটন ভাই,,আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ স্যার এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ ১ নং নাতপুর ইউনিয়নবাসী।

চিরির বন্দর থানা অফিসার ইনচার্জ মো:বজলুর রশিদ স্যারকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন