রাজশাহীর মোহনপুরে বেগম রোকেয়া দিবসে র‍্যালি,আলোচনা সভা ৪ অদম্য নারীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৮ অপরাহ্ণ

মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য ৪ জন নারীদের সংবর্ধনা প্রদান।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে মোহনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চার অদম্য নারীকে সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ব্রাক আইডিপি`র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে
উপজেলা চত্বরে হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাহিমা বিনতে আখতার,এ সময় স্বাগত বক্তব রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার( ভূমি) জোবায়দা সুলতানা, প্রাণিসম্পদ ভেটেনারি কর্মকর্তা ড: খন্দকার সাগর আহামেদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস,এম মঈনুদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজ সেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম, অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে পরিবার-সমাজ সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আলোচনা সভা শেষে নির্বাচিত নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন অতিথি বৃন্দুরা।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন