বিশ্বম্ভরপুরে ৩নং ধনপুর ইউনিয়নে তরঙ্গীয়া স্কুল থেকে রহিমপুর কে,জি স্কুলের রাস্তা মেরামত করে দিলেন- মোঃ নুরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩ । ১১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মোঃশুকুর আলীঃ সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এ তালেরতল গ্রামের মৃত মোঃ জাহান আলী মড়লের ছেলে মোঃ নুরুল ইসলাম ( অবসরপ্রাপ্ত তহশিলদার)।

তিনি আগামী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইষ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। সে লক্ষে অত্র উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোর, (পয়েন্ট) মসজিদ, মাদ্রাসায় দান খয়রাত এবং বিশেষ এলাকায় মানুষের সমর্থন আদায়ে সামাজিক কার্যক্রমে যোক্ত হচ্ছেন।

ইতি মধ্যে তিনি দেখেছেন ধনপুর ইউনিয়নের তরঙ্গীয়া স্কুল থেকে রহিম পুর কেজি স্কুলে ছাত্র – ছাত্রীরা রাস্তার জন্য খুব কষ্ট করে স্কুলে আসা যাওয়া করে।তিনি গত রবিবার রাস্তটি নিজ অর্থে মেরামত করে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ধনু মিয়া, মানিক মিয়া, বকুল মিয়া, ফজলুল হক, ফরিদ মিয়া, আনোয়ার মিয়া, আশিক মিয়া, আব্দুল মান্নান, ইসমাইল,, ডন মিয়া,সেলিম মিয়া প্রমুখ।

এ বিষয়ে, নুরুল ইসলাম বলেন, আমি কার ও সন্তান, কার ও ভাই, কার ও বন্ধু হিসেবে আপনাদের মাজে এই সমাজে বেঁচে থাকতে চাই।

আমি আমার জীবনের শেষ সময়টুকু আপনাদের সেবা করে বেঁচে থাকতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন