হাটহাজারীতে সামাজিক সংগঠন “নবযুগ”র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩ । ৫:৫২ অপরাহ্ণ

মোঃ এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ফতেপুর জোবরা গ্রামে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান “নবযুগ” ক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। ১৬ জুন শুক্রবার রাত ৯ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার মোঃ রফিক ও মোঃ লোকমানের স্বাক্ষরিত আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন। এক পদে একজন করে নমিনেশন ফর্ম গ্রহণ করায় কোন ভোট হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। কমিটির সদস্যরা ২০২৩ ও ২০২৫ সালের জন্য দায়িত্ব পালন করবেন। 
এদিকে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ’নবযুগ”র অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন ইকবাল বলেন, আমরা যুব সমাজকে সাথে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন নবযুগ”র অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা। বিশেষ করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব কমিটির সকল সদস্য।

নবযুগ”র ২০২৩/২৫ সালের ১৬ জন বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকা।
১. সভাপতি মোহাম্মদ মহিন উদ্দিন
২.সহ-সভাপতি _ মো: হোসেন
৩.সহ-সভাপতি _ শহিদুল ইসলাম
৪.সাধারণ সম্পাদক _ পারভেজ উদ্দিন ইকবাল
৫.যুগ্ন সাধারণ সম্পাদক _ মো: শাহনেওয়াজ
৬.যুগ্ন সাধারণ সম্পাদক_ মো: ফারুক
৭.অর্থ সম্পাদক _ মোঃ কাউছার
৮.সাংগঠনিক সম্পাদক _ শাহজাহান বাবু
৯..যুগ্ন সাংগঠনিক সম্পাদক, পাভেল উদ্দিন আরফান
১০. প্রচার সম্পাদক – নুর মিয়া
১১.দপ্তর সম্পাদক _মো: এমদাদুল হক
১২.ক্রীড়া সম্পাদক_ আবদুল করিম
১৩. সহ ক্রীড়া সম্পাদক -ইয়ারুপ আলী
১৪.সমাজ কল্যাণ সম্পাদক _মো: আবু তাহের
১৫.শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো মাসুদ কাওছার
১৬. পাঠাগার সম্পাদক _মো: জাফর।
সামাজিক এই সংগঠনটি ১৯৭০ ইংরেজি সালেই প্রতিষ্ঠা লাভ করে সুনামের সাথে খেলা ধুলা ও সামাজিক বিভিন্ন কাজে সহায়তা করে আসছে, বিশেষ করে জাতীয় দিবস গুলো খুবই জাকজমকপূর্ণভাবে আয়োজন করে থাকে।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন