রাজাপুরে রেহেনা হত্যার বিচারের দাবিতে স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৭ অপরাহ্ণ

সোহেল খন্দকার(ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনা বেগম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজন ও এলাকাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “খুনির ফাঁসি চাই” স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্বজনদের অভিযোগ, রেহেনা বেগমকে তার স্বামী আরিফ খলিফা ঢাকার কেরানীগঞ্জে অবস্থানকালে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করতেন। ঢাকার ভাড়া বাসায় বসে রেহেনাকে নির্যাতনের পর হত্যা করে তার লাশ বাবার বাড়ীতে রেখে পালিয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনির হোসেন, রাহিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা বলেন, রেহেনা বেগম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ সমাজে আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এলাকাবাসী অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন